স্বপ্নীল সজীবের ‘দ্য ট্যাগোর ট্রেজারি’

স্বপ্নীল সজীবের ‘দ্য ট্যাগোর ট্রেজারি’

রবীন্দ্র সঙ্গীত এবং ভাঙ্গা গানের সম্ভার ‘ দ্য ট্যাগোর ট্রেজারি’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন এ প্রজন্মের তারুণ  কন্ঠশিল্পী স্বপ্নীল সজীব। ধানমন্ডির ছায়ানটের শ্রী রমেশচন্দ্র স্মৃতি মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অ্যালবামটির মোড়ক উন্মোচনএ ‘দ্য ট্যাগোর ট্রেজারি’ অ্যালবামটি অগ্নিবীণার ব্যানারে বাজারে এনেছে জি-সিরিজ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই শিল্পী স্বপ্নীল সজীবকে উত্তোরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি-সিরিজের সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যাক্তি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

রবীন্দ্রনাথ বিভিন্ন সময় দেশী বিদেশী অনেক গানের কখনো বা কথা আবার কখনো সুর দ্বারা প্রভাবিত হয়েছেন এবং সেগুলোকে নিজের গানে প্রয়োগ করেছেন। শিল্পী স্বপ্নীল সজীব তার এই অ্যালবামে রবীন্দ্রনাথের সেই গানগুলিকে উপস্থাপন করেছেন। এটি ছিল শিল্পীর প্রথম একক অ্যালবাম। ‘ দ্য ট্যাগোর ট্রেজারি’ অ্যালবামে রবীন্দ্রনাথের মোট ৯ টি গান ব্যবহার করা হয়েছে। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন নির্ঝর চৌধুরী এবং রোকন ইমন।

অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল শিল্পী স্বপ্নীল সজীবের একক সঙ্গীত সন্ধ্যা। গানে গানে মুখর পরিবেশের সাথে নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের দলগত নৃত্য পরিবেশন ছিল অসাধারণ সংযোগ। শিল্পী সপ্নীল সজীব ছোট থেকেই রবীন্দ্র সঙ্গীতের সাথে হাঁটছেন। দীর্ঘদিন গান শিখেছেন রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে। নিজের প্রথম একক অ্যালবামের সাফল্য কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং সেইসাথে অনেক পরিশ্রমের ফসল এই অ্যালবামের গানগুলি শ্রোতাদের ভাল লাগবে বলে আশা ব্যক্ত করেন।

বিনোদন