বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি আগামী ২৫ জুলাই (মঙ্গলবার) ধার্য করেছেন আদালত। বুধবার এ বিষয়ে শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নতুন এ দিন ধার্য করেন।
আদালতে আজ (বুধবার) বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Bisk Club
২০১৩ সালের ২৭ জানুয়ারি বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরের দিন (২৮ জানুয়ারি) হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আবেদন করেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি। ওইদিনই হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর পর বিভিন্ন সময়ে এই স্থগিতাদেশ বাড়ানো হয়।
এর আগে ২০১২ সালের নভেম্বরে বিসিবির গঠনতন্ত্র সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু।
রিট আবেদনে বলা হয়, বিসিবির বিশেষ সাধারণ সভায় কাউন্সিলরদের মতামত নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে গঠনতন্ত্র পাঠানো হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ গঠনতন্ত্র যাচাই বাছাই শেষে সংশোধন করে বিসিবিতে ফেরত পাঠায়। পরবর্তীতে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ফের গঠনতন্ত্র সংশোধন করে এনএসসি।
এই রিট আবেদনের প্রেক্ষিতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বিসিবির গঠনতন্ত্রের সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।