নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। ওই নির্বাচনে কয়েকটি ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহারের চিন্তা-ভাবনা করছে ইসি।
বুধবার রাজধানীর নির্বাচন ভবনে রসিক নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাসের শেষার্ধে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিভিন্ন সমাপনী পরীক্ষা থাকে। আমরা সাধারণ নির্বাচনের ন্যূনতম ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করি। এক্ষেত্রেও তাই করা হবে।
ডিভিএম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কমিশন এ বিষয়ে আলোচনা করেছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ডিভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যায় কি না। এ বিষয়ে আমরা কাজ করব। সম্ভাব্যতা যাচাই করে অত্যন্ত এক বা একাধিক ওয়ার্ডে সেটা আমরা করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে সকাল ১১টায় বৈঠক হবে। ওই বৈঠকের আগেই হয়তো নির্ধারণ হবে কবে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। এজেন্ডাও এ সময় নির্ধারণ হতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাব।
এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা ৩৩টি। সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১১টি। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৮২টি এবং সম্ভাব্য ভোটকক্ষ থাকছে ১২০০টি। এ সিটিতে ভোট হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর।