রাষ্ট্রপতি আবদুল হামিদ নেপাল ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসানের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নেপাল ও ইন্দেনেশিয়ার রাষ্ট্রদূতদ্বয় পৃথকভাবে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানিয়ে দেশ দু’টির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
নেপালের রাষ্ট্রদূত ড. চপ লাল ভূষাল এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পৃথিয়াসমিয়ারসি সুুমার্ন পরিচয়পত্র পেশ করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদ্বয়কে স্বাগত জানিয়ে তাদের দায়িত্বপালনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপাল ও ইন্দোনেশিয়ার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উভয় রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রদূতদ্বয় বঙ্গভবনে পৌঁছলে তাদেরকে পৃথক গার্ড অব অনার প্রদান করা হয়।