বেসরকারি শিক্ষক নিবন্ধনে সনদ জালিয়াতির অভিযোগের ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান এ এম এম আজহার। বুধবার বেলা ১১টা দিকে তিনি হাইকোর্টে হাজির হন।
জানা গেছে, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম শহীদুল হকের বেঞ্চে এ সংক্রান্ত শুনানি আজ (বুধবার) অনুষ্ঠিত হতে পারে। শুনানিতে তিনি শিক্ষক নিবন্ধনে সনদ জালিয়াতির বিষয়ে ব্যাখ্যা দেবেন।
এর আগে গত ১৭ জুলাই (সোমবার) বেসরকারি শিক্ষক নিবন্ধনে সনদ জালিয়াতির অভিযোগে তাকে হাইকোর্টে তলব করা হয়।