প্রথম ফ্লাইটের হজযাত্রীদের ভিসাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রথম ফ্লাইটের ৪১৬ হজযাত্রীর পাসপোর্ট, ভিসা পরিচয়পত্র ও ল্যান্ডিং কার্ড হজ অফিস (ঢাকা) এর পরিচালক মো. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন বিজনেস অটোমেশন লিমিটেডের সিইও ও পরিচালক বজলুল হক বিশ্বাস।
উল্লেখ্য, এ বছর হতে অনুমোদিত কাগজে ভিসা বিজনেস অটোমেশন লিমিটেড সিস্টেম থেকে প্রিন্ট করার দায়িত্ব পায়।
জানা গেছে, আগামী ২৪ জুলাই সরকারি ব্যবস্থাপনাধীন ৪১৯ জন হজযাত্রী নিয়ে (বিজি ১০১১) ফ্লাইটটি সকাল ৮টায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। এর আগে আগামী ২২ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম-২০১৭ এর শুভ উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, হজ প্যাকেজ-২০১৭ অনুযায়ী এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। মোট যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি) শতকরা ৫০ ভাগ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জন ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (এসভি) বাকি অর্ধেক অর্থাৎ সমান সংখ্যক যাত্রী পরিবহন করবে।
এ বছর সরাসরি মদিনাতে হজ ফ্লাইট যাবে। শতকরা ৩০ ভাগ যাত্রী পরিবহনের কথা থাকলেও বিভিন্ন এজেন্সির যাত্রীদের চাহিদার ওপর যাত্রী সংখ্যা নির্ধারিত হবে। তবে এ পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দুটি করে মোট ৪টি ফ্লাইট চূড়ান্ত হয়েছে।