বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র দিকে অভিযোগের তীরটা এবার উড়ে এসেছে পাকিস্তান থেকে। বিপিএলে খেলে যাওয়া পাকিস্তানি ক্রিকেটাররা অভিযোগ তুলেছেন খেলা শেষ হওয়ার ৫৪ দিন অতিবাহিত হলেও তাদেরকে প্রাপ্য সম্মানী দেওয়া হয়নি।
টুর্নামেন্ট শুরুর আগে চুক্তির ২৫ শতাংশ টাকা প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হলেও পরে নিয়ম মানা হয়নি। কিছু দিন আগে ইংল্যান্ডের একটি পত্রিকাতে খবর বেরিয়েছিলো বিপিএল থেকে ইংলিশ ক্রিকেটারদের পাওনা আছে প্রায় ৫ লাখ পাউন্ড। এনিয়ে তোলপাড় কম হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে তখন সাংবাদিকদেরকে জানানো হয় যে পরিমাণ পাউন্ড দাবি করছে আসলে অতটা পাবে না।
এবার পাকিস্তানি ক্রিকেটাররা মুখ খোলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ওপর চাপ বাড়ছে। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলছেন,‘আশা করি এই মাসের মধ্যে বিদেশি ক্রিকেটারদের সমস্ত পাওনা পরিশোধ করা হবে। গত ১৮ এপ্রিল ফ্রেঞ্চাইজিদের সাথে আমরা বসেছিলাম। তাদেরকে বলে দেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের সম্মানী আগে দেওয়ার জন্য। অনেকে কিছু কিছু টাকা দিয়েছে। বাকিটাও দেওয়া হবে। যদি কেউ টাকা না পায় এবং কোন দল দেউলিয়া হয় তাহলে বিসিবির তহবিল থেকে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক শোধ করা হবে।’
সোমবার পাকিস্তানের একটি অনলাইন সংবাদপত্র এবং ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, যে কয়জন পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলেছেন তাদের মধ্যে একটা বড় সংখ্যকই মোট পারিশ্রমিকের ২৫ শতাংশ পেয়েছেন। এ সম্পর্কে প্রথম সারির একজন ক্রিকেটার পিটিআইকে বলেছেন,‘আমরা বাকি অর্থের জন্য অপেক্ষা করছি। যেহেতু খেলেই আরমা জীবিকা নির্বাহ করি, তাই বেশি কিছু বলতে পারি না। বিসিবি এবং ফ্রেঞ্চাইজিকে তাগাদা দেওয়া ছাড়া করারও কিছু নেই।’
ভারতের সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদনে কোন ক্রিকেটারের পরিচয় উল্লেখ করা হয়নি। খেলোয়াড়রা তাদের কাছে অভিযোগ করেছে তাও বলা হয়নি। এ সম্পর্কে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান লিপু বলেন,‘আমরা আগে থেকে ক্রিকেটারদের জানিয়ে রেখেছি প্রথম আসর হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। চুক্তির সব টাকা পরিশোধ করতে একটু দেরি হতে পারে। তারপরেও খবর প্রকাশ হলে আমরা কি করতে পারি। তবে এখন পর্যন্ত কোন ক্রিকেটার আমাদের কাছে অভিযোগ করেনি।’
এই এপ্রিলের মধ্যে বিদেশিদের সম্মানী পরিশোধের নিশ্চয়তা থাকলেও দেশের খেলোয়াড়দের আরও অনেক দিন অপেক্ষায় থাকতে হবে। দেশের ক্রিকেটারদেরকে অল্প অল্প করে টাকা পরিশোধ করা হতে পারে। এতে করে পরের মৌসুম এসে গেলেও অবাক হওয়ার কিছু নেই। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন খুলনা রয়েল বেঙ্গলস‘র কাছে এখনো এক কোটি আট লাখ টাকা পাবে। ওরিয়ন গ্রুপের সাথে যোগাযোগ করেও কোন ফল পাচ্ছেন না জাতীয় দলের এই আলরাউন্ডার। বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান বলছেন,‘দেশের ক্রিকেটারদের টাকা পেতে একটু দেরি হবে। আশা করি মে মাসের মধ্যে তারা পেয়ে যাবে।’