মিয়ানমারের ঋণ মওকুফে সম্মত হয়েছে জাপান

মিয়ানমারের ঋণ মওকুফে সম্মত হয়েছে জাপান

মিয়ানমারকে দেওয়া ৩শ’ ৭০ কোটি ডলারের ঋণ মওকুফ করতে সম্মত হয়েছে জাপান। সেই সঙ্গে দেশটিতে নতুন করে উন্নয়ন সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে তারা।

শনিবার টোকিওতে দুই দেশের নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জাপান। ইয়াঙ্গুনে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছে জাপান সরকার।

দীর্ঘ ২৮ বছর পর গত শুক্রবার পাঁচ দিনের সফরে জাপান গেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন। ২০১০ সালের নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই প্রায় অর্ধ শতক ধরে সেনাশাসিত দেশটিতে নানা ক্ষেত্রে সংস্কার শুরু করেছেন তিনি।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার পর সম্প্রতি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ১ এপ্রিলের উপ- নির্বাচনে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়। নির্বাচনে ৪৪টি আসনে প্রার্থী দিয়ে এনএলডি ৪৩টি আসনে জয়লাভ করেছে। আর এর মাধ্যমেই বহুদিন পর পার্লামেন্টে একটি আসন পেলেন সু চি।

এদিকে এসব সংস্কারে সন্তুষ্ট হয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছে। ইইউ সদস্যরা ইতোমধ্যে এ ব্যাপারে সম্মত হয়েছে। আর এর ধারাবাহিকতায় জাপান মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক পুনস্থাপনের প্রক্রিয়া শুরু করল।

আন্তর্জাতিক