চট্টগ্রামের সীতাকুন্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যুর কারণ গণমাধ্যমকে জানাতে আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতর ক্যাম্পাসে আইইডিসিআরের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি সীতাকুন্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যুর ছাড়াও প্রায় ৭০ জন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুর মৃত্যুর পর আইইডিসিআরের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা হিসেবে অসুস্থদের রক্ত ও নাসিকা লালা সংগ্রহ করে ঢাকার ল্যাবরেটরিতে নিয়ে আসেন। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদি সাবরিনা ফ্লোরা রোববার বলেছিলেন, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তারা গণমাধ্যমকে অবহিত করবেন।