রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভুল চিকিৎসা ও অবহেলা’য় নবজাতকের অঙ্গহানি ও জীবন সংকাটাপন্নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেছেন মগবাজার এলাকাবাসী।
মানববন্ধনে শিশুর বাবা মো. জাহিদুল ইসলাম বলেন, শারীরিক সমস্যা দেখা দেয়ায় আমার নবজাতককে গত ৭ জুন দুপুরে মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করি। দুইদিন চিকিৎসা শেষে ডা. আব্দুল মান্নান বলেন, আপনার বাবু সুস্থ হয়ে গেছে, আগামীকাল নিয়ে যেতে পারেন। কিন্তু পরের দিন তাকে হাসপাতাল থেকে তোয়ালেতে পেঁচিয়ে রিলিজ দেয়ার সময় তার গায়ে অনেক জ্বর ছিল।
তিনি আরও বলেন, আমরা বিষয়টি চিকিৎসককে অবহিত করলে তিনি জানান, থেরাপি দেয়া হয়েছে। বাইরের আলো-বাতাস লাগলে ঠিক হয়ে যাবে। তবে বাসায় নিয়ে যাওয়ার পর দেখি শিশুর বাম হাত লালচে হয়ে ফুলে আছে, যখমের চিহ্ন রয়েছে।
জাহিদুল ইসলাম আরও বলেন, এরপর তাকে ফের একই হাসাপাতালে ভর্তি করি। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর তার ওই হাত এখন পঙ্গুত্বের পথে। এটা মূলত আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্যই হয়েছে।