মেক্সিকোর সহিংসতা পীড়িত উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া শহরে বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে দুই জন সাংবাদিকও আছে বলে জানা গেছে। মাদক ব্যবসা কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিবাদের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চিহুয়াহুয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস শনিবার এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে একদল বন্দুকধারী শহরের একটি বারে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। এছাড়া অপর এক ব্যক্তি এতে গুরুতর আহত হয় বলে জানিয়েছে তারা।
একই দিন অপর একটি বারে হামলা চালিয়ে আরো দুই জনকে হত্যা করে বন্দুকধারীরা। এতে শুক্রবার রাতে নিহতের সংখ্যা উন্নীত হয় মোট ১৭ জনে।
হামলায় নিহত দুই সাংবাদিকের নাম ও পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হেক্টর হেভিয়ার সালিনাস আগুইরো এবং হেভিয়ার মোয়া মুনোজ নামের এই দুই সাংবাদিক চিহুআহুয়া শহরের একটি রেডিও স্টেশনে কাজ করতেন ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভারী অস্ত্রে সজ্জিত সাত ব্যক্তি লা কলোরোডা নামের একটি বারে ঢুকে কয়েকজন ব্যক্তিকে নাম ধরে খুজঁতে থাকে। তাদের প্রশ্নে কেউ জবাব না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বারে উপস্থিত মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো শুরু করে তারা।
গত ৪ ফেব্রুয়ারিতেও অনুরুপ ভাবে চিহুয়াহুয়া শহরের একটি বারে গুলি চালিয়ে বন্দুকধারীরা নয়জনকে হত্যা করে। মেক্সিকোর মাদক সংক্রান্ত সহিংসতায় ২০০৬ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে জানিয়েছে জাতিসংঘ।