রাজশাহীর চারঘাটে ২৫ গ্রাম হেরোইনসহ ইউপি সদস্য আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের ব্যবহৃত মোটারসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
আশরাফ আলী ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি শলুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদেও রয়েছেন।
পুলিশের ভাষ্য, আশরাফ আলী থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। জনপ্রতিনিধির আড়ালে দীর্ঘদিন ধরেই এ কারবার করে আসছেন তিনি। এর আগে মাদকসহ র্যাবের হাতেও গ্রেফতার হন ওই ইউপি সদস্য।
এ ঘটনায় চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শিশুতলায় এলাকায় চালিয়ে আশরাফ আলীকে আটক করা হয়। এসময় মোটরসাইকেল নিয়ে বানেশ্বরের দিকে যাচ্ছিলেন তিনি। পরে তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এনিয়ে পুলিশে বাদী হয়ে মামলা করেছে। তাকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।