টাঙ্গাইল ও মধুপুরের ১১ ইউপিতে ভোট বৃহস্পতিবার

টাঙ্গাইল ও মধুপুরের ১১ ইউপিতে ভোট বৃহস্পতিবার

টাঙ্গাইল সদর উপজেলার তিনটি ও মধুপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার।

নির্বাচন কমিশন টাঙ্গাইল সদরের কাতুলী, মাহমুদনগর ও ছিলিমপুর ইউনিয়নে এবং মধুপুর উপজেলার আউশনারা, মহিষমারা, কুড়ালিয়া, অরণখোলা, বেরীবাইদ, কুড়াগাছা, শোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়নে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণাও শেষ হয়েছে। রাত পোহালেই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের মিষ্টি মধুর কথা শুনিয়েছেন, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। নতুন করে স্বপ্ন দেখিয়েছেন সুন্দর-স্বচ্ছ দুর্নীতিমুক্ত উন্নয়নশীল আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন করার।

ভোটাররাও হিসাব-নিকাশ করে প্রার্থীদের মধ্য থেকে ভালোদের খুঁজে নেয়ার চেষ্টা করছেন। প্রতিদিনই জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী মিছিল-মিটিং করেছেন।

জেলা-উপজেলার বিএনপি দলীয় নেতারাও দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এদিকে, স্থানীয় নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে চ্যালেঞ্জ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার তিনটি ও মধুপুরের আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে বলে মনে করছেন ভোটাররা। টাঙ্গাইল সদর উপজেলার তিন ইউপিতে চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে কাতুলী ইউনিয়নে বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ, আওয়ামী লীগ মনোনীত ইকবাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম লাবলু, নূরুল ইসলাম ও হাসান আলী।

মাহমুদনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত গোলাম সরোয়ার জাহান, বিএনপি মনোনীত আব্দুল করিম তালুকদার, জাতীয় পার্টি মনোনীত বদিউজ্জামান বাদল এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদ মিয়া, আবু হাশেম, আব্দুল করিম ও সেলিম রেজা।

ছিলিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান হাসমত আলী, বিএনপি মনোনীত হাফিজ উদ্দিন সরকার এবং স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম বাদল, হানিফ মিঞা, নাজমুল হক ও সাদেক আলী।

মধুপুর উপজেলার আট ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আউশনারা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত গোলাম মোস্তফা, বিএনপি মনোনীত আজাহার আলী, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম।

মহিষমারা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী আবদুল মোতালেব, বিএনপির বর্তমান ইউপি সদস্য মো. বাদশা মিয়া। কুড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহাম্মদ আলী, বিএনপির প্রার্থী মো. খালিদুজ্জামান শামীম এবং জাতীয় পার্টির প্রার্থী মো. রফিকুল ইসলাম মাস্টার এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন লেলেক মাস্টার।

অরণখোলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুর রহিম, বিএনপির মো. লস্কর আলী মেম্বার। বেরীবাইদ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. জুলহাস উদ্দিন মেম্বার ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু মেম্বার, স্বতন্ত্র প্রার্থী মো. আওয়ামী কাদের।

কুড়াগাছা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক, বিএনপির শাহ মো. আওয়ামী ছালাম। শোলাকুড়ি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, বিএনপির অ্যাডভোকেট মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন।

ফুলবাগচালা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম বেনু, বিএনপির ফরিদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন মিলিটারি।

জেলা সংবাদ