বিচারিক নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি (জিএ) পুনর্গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে এ কমিটি পুনর্গঠনের আদেশ জারি করা হয়। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধান বিচারপতির নেতৃত্বে নতুন কমিটিতে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি সৌমেন্দ্র সরকার।
এর আগের কমিটিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি ওবায়দুল হাসান ছিলেন।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সুপারিশ অনুসারে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকে আইন মন্ত্রণালয়।