বাজেট সহায়তার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কাছে ৩০ কোটি ডলার আর্থিক সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে ঢাকা সফররত এডিবি’র ভাইস প্রেসিডেন্ট জিয়াওইউ ঝাও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহায়তা চান।
পরে এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘ভর্তুকির কারণে আগামী বাজেট খুবই চাপের মুখে থাকবে। ভর্তুকির চাপ সামলাতে চলতি অর্থবছরের অবশিষ্ট ১০ হাজার কোটি টাকা ভর্তুকি আগামী বাজেটে স্থানান্তর করা হয়েছে। এ অতিরিক্ত অর্থ সরকারকে প্রদান করতে হবে।’ এ কারণেই মূলত: বাজেট সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গক্রমে তিনি জানান, ‘তবে সম্প্রতি আইএমএফ সরকারকে অর্থ প্রদানে সম্মত হওয়ায় চাহিদা কিছুটা কমেছে।’
‘বাজেট সহায়তার প্রস্তাবে এডিবি’র মনোভাব ইতিবাচক’ উল্লেখ করে অর্থমন্ত্রী আরো বলেন, তবে এক্ষেত্রে সহায়তার শর্ত হিসেবে কিছু কিছু খাতে সরকারের পারফরমেন্স ও অ্যাচিভমেন্টের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। এছাড়া বাজেট সহায়তার পাশাপাশি এডিবি’র কাছে আমদানি বাণিজ্যে অর্থায়নের (ট্রেড ফাইন্যান্সিং) জন্যও সহায়তা চাওয়া হয়েছে।
এ ব্যাপারে এডিবি’র বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ট্রেড ফাইন্যান্সিং সংক্রান্ত এডিবি’র একটি উইং আছে বলে জানিয়েছেন তারা। এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার আশ্বাস দিয়েছে এডিবি।’