এক দফা দাবিতে ধর্মঘটে যাবে বিমানকর্মীরা

এক দফা দাবিতে ধর্মঘটে যাবে বিমানকর্মীরা

সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আসলেও এক দফার আন্দোলন থেকে পিছু হটবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা। এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এক দফা দাবিতে প্রয়োজনে আবারো ধর্মঘটে যাবে আন্দোলনকারীরা।

সোমবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইন্সের বৈমানিক, প্রকৌশলী, কেবিন ক্রু, কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরের কর্মীদের সমন্বয়ে গঠিত বিমান বাঁচাও ঐক্য পরিষদ গত ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছে।

গত ২০ এপ্রিল বিমানের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে জাকীউল ইসলাম পদত্যাগ করেন। এরপর গত রোববার বিমানের পরিচালক (পরিকল্পনা) ক্যাপ্টেন শেখ নাসিরউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ প্রসঙ্গে বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান বলেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করিনি। সংস্থার পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি। সুতরাং ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন আসলেও আন্দোলন চলবে।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রীর আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছিলাম। কিন্তু আন্দোলন স্থগিত করিনি।’

ঐক্য পরিষদ নেতারা গত ৩ এপ্রিল দাবি আদায়ে ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন। পরে বিমানমন্ত্রী ফারুক খানের আশ্বাসে কর্মীরা গত ১০ এপ্রিল ধর্মঘট প্রত্যাহার করেন।

বিমান বাঁচাও ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, বিমানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবারো সময় চেয়েছেন পরিষদ নেতারা। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আন্দোলন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী দাবি মেনে না নিলে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি পুনরায় দেওয়া হতে পারে।

বিমান ঐক্য পরিষদের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন ব্যবস্থাপনাগত পরিবর্তন। এটি অনেকটা নিয়মিত কার্যক্রমের অংশ। ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন এনে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মূল দাবি থেকে তাদের দৃষ্টি সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ যা-ই করুক মূল দাবি থেকে তাদের সরাতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

এর আগে পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বিমান বাঁচাও ঐক্য পরিষদ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সর্বশেষ গত ২০ এপ্রিল মুখে কালো কাপড় বেঁধে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মীরা।

অর্থ বাণিজ্য