ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশে গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও বন্যায় স্থানীয় নয় বাসিন্দা মারা গেছে এবং আরো দুই জন নিখোঁজ হয়েছে।
ভিয়েতনামের সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মঙ্গলবার জানিয়েছে, এই ঘটনায় নিহত নয় জনের মধ্যে চার জন থাই এনগুয়েন প্রদেশের, দুই জন হা জিয়াং , দুই জন হিন হিয়েন ও একজন হোয়া বিনহ্ প্রদেশের বাসিন্দা।
খবর সিনহুয়া’র।
সংস্থাটি আরো জানায়, হা জিয়াং ও কোয়া বাং প্রদেশের দুই জন্য এখনো নিখোঁজ রয়েছে।
ভারী বর্ষণ ও বন্যার কারণে ৮০টি বাড়িঘর, সাতটি সেতু ও নালা ধ্বংস হয়ে গেছে বা ক্ষতি হয়েছে। এর ফলে ভূমিধস হয়েছে এবং কয়েকশ’ হেক্টর জমির ধান ও অন্যান্য শস্যক্ষেত পানিতে তলিয়ে গেছে।
এর ফলে ৯শ’ কোটি ভিয়েতনামি ডং পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে।