গাজীপুরে মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণে হতাহত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক- শিল্প ঐক্য।
পাশাপাশি আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং মালিকপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, মাল্টি ফ্যাবস লিমিটেডে এ ভয়াবহ বয়লার বিস্ফোরণে ১৩ জন শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এ জন্য মালিকপক্ষের অবহেলা দায়ী। এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি দেশের সব বয়লার পরিদর্শন করে হালনাগাদের ব্যবস্থা করতে হবে।
সংগঠনের সদস্য সচিব লীমা ফেরদৌসের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম প্রমুখ।