ফরহাদ মজহারকে অপহরণের তথ্য এখনও পাওয়া যায়নি

ফরহাদ মজহারকে অপহরণের তথ্য এখনও পাওয়া যায়নি

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণের কোনো তথ্য এখন পর্যন্ত পুলিশ পায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার রমনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মাদক বিরোধী এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আইজিপি বলেন, ফরহাদ মজহার অপহরণের মামলাটি ডিবি তদন্ত করছে। মামলার তদন্তে এখন পর্যন্ত অপহরণের তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

গত সোমবার নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হন ফরহাদ মজহার। সেদিন রাতেই যশোরের নওয়াপাড়ায় হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্প্রতি ইংরেজি দৈনিক অবজারভারের ফটো সাংবাদিক আশিক মোহাম্মদকে মারধর করে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ বিষয়ে আইজিপি বলেন, আশিকের বিরুদ্ধে মাদক মামলার ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কোনো সদস্য এতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ