ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দলের ওয়ার্কিং কমিটি ও সংসদে আলোচনা করা হবে : ওবায়দুল কাদের

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দলের ওয়ার্কিং কমিটি ও সংসদে আলোচনা করা হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপীল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে দলের ওয়ার্কিং কমিটি এবং জাতীয় সংসদের চলতি অধিবেশনে আলোচনা করা হবে।
তিনি মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কে করেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। যারা তদন্তের দায়িত্বে আছেন তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবে।’
এর আগে সেতুমন্ত্রী দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, নির্ধারিত সময় ২০১৮ সালের মধ্যেই নারায়ণগঞ্জে নির্মাণাধীন তিনটি সেতুর কাজ সম্পন্ন হবে। তবে পুরনো সেতু তিনটির সংস্কার কাজ পরে করা হবে বলে জানান তিনি।
কর্মক্ষেত্রে বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিয়ষে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠান ও তাদের লোকজনকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে।

বাংলাদেশ