গাজীপুরে বিস্ফোরিত বয়লারটি ছিল মেয়াদেত্তীর্ণ

গাজীপুরে বিস্ফোরিত বয়লারটি ছিল মেয়াদেত্তীর্ণ

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় সোমবার রাতে বিস্ফোরিত বয়লারটি মেয়াদোত্তীর্ণ ছিল। বয়লারটি নবায়নের শেষ দিন ছিল গত ২৪ জুন।

আজ মঙ্গলবার দুপুরে বয়লার পরিদর্শক কর্তৃপক্ষের বরাত দিয়ে গাজীপুর জেলা প্রশাসনের গঠন করা আট সদস্যের তদন্ত কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ৭টি কারণকে সামনে রেখে আমরা তদন্ত কাজ শুরু করেছি। প্রধান বয়লার পরিদর্শক জানিয়েছেন যে, বয়লারটি নবায়নের শেষ তারিখ ছিল গত ২৪ জুন। তারপর বয়লারটি নবায়ন করা হয়নি। এই সামান্য কয়েক দিনের জন্য এমন একটা দুর্ঘটনা ঘটবে, এটা আমরা মনে করি না। তার পরও এটি কারণ হিসেবে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।

এ কমিটিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ দিতে বলা হয়েছে সাত কার্যদিবসের মধ্যে।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার ও সিভিল ডিফেন্সের (ঢাকা) সহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষকে প্রধান করে আরও একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সদর দফতরের স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান।

কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের ওই কারখানার বয়লার সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরিত হলে চারতলা ভবনের একপাশে এক থেকে দোতলা পর্যন্ত ধসে পড়ে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। আহত আরও অন্তত ৪৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ