‘পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সঠিক পথেই আছে’

‘পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সঠিক পথেই আছে’

আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থা (আএইএ)’র মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণের বাংলাদেশ সঠিক পথে রয়েছে।

আমানো আজ সোমবার দুপুরে জেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাহসিকতার সাথে এ প্রকল্পের কাজ শুরু করেছে। আর এ দেশের জনগণও এর সুফল পাবে। বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়নে যথেষ্ট এগিয়েছে।

তিনি আরো বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নিরাপত্তা ও ঝুঁকি হ্রাসে বাংলাদেশে আইএইএ’র সহযোগিতা অব্যাহত থাকবে।

পাবনার রূপপুরে পরমাণু প্রকল্পের নিরপত্তায় বাংলাদেশের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ইউকিয়া আমানো আরো বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

তিনি বলেন, আইএইএ বিশ্বাস করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ সর্বাধুনিক এবং সেরা অভিজ্ঞতার অনুশীলন করছে। ২০১০ সালে আইএইএ’র দেয়া শর্ত পূরণে এ দেশটি সক্ষম হয়েছে।

ইউকিয়া আমানো বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য ঝুঁকিহ্রাস ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এ রকম প্রকল্প করতে গেলে প্রথমেই ঝুঁকিহ্রাস বিষয়ে চিন্তা করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশ সরকার সব সময় আমাদের কাছে আসছে এবং তারা তাদের জনগণকে কিভাবে সর্বাধিক ঝুঁকিহ্রাস ও নিরাপত্তা নিশ্চিত করে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে অবগত হচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পথ দেখিয়েছি।

আইএইএ এর মহাপরিচালক মি. ইউকিয়া আমানো আরো বলেন, আইএইএ’র মিশন বাংলাদেশে কাজ করছে এবং তারা পৃথিবীর সেরা প্রযুক্তি ও অভিজ্ঞতাগুলো বাংলাদেশের সাথে বিনিময় করছে। এ পথে থাকলে বাংলাদেশ সেরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে এবং তার জনগণের জন্য সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে আমরা মনে করি।

আমানো বলেন, বর্তমানে পৃথিবীতে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার একটি হলো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। আইএইএ’র মাইলস্টোন পর্যায়ক্রমে অনুসরণ করে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট গ্রহণ করেছে। ২০১০ সালে আইএইএ’র মিশন বাংলাদেশ পরিদর্শনে এসে যে শর্তগুলো দিয়েছিল ওই শর্তগুলো বাংলাদেশ সঠিকভাবে পূরণ করছে এবং আমরা সন্তুষ্ট যে বাংলাদেশ তা সফলভাবে বাস্তবায়নও করছে।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ভিয়েনার রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ আনবিক শক্তি সংস্থার চেয়ারম্যান ড. নাইয়ুম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসাইন, প্রকল্প পরিচালক ড. শওকত আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রকল্পের নিরাপত্তা বিষয়ে সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে এক যৌথ বৈঠকে মিলিত হন আইএইএ মহাপরিচালক।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এ প্রকল্প বাস্তবায়নের কাজ যথাযথ ভাবে এগিয়ে যাচ্ছে। পরবর্তী ধাপের কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হবে।

তিনি বলেন, প্রকল্পের নিরাপত্তার বিষয়টি সেনাবাহিনীকে দেয়া হবে। সেনাবাহিনী পুলিশ, নৌবাহিনী ও অন্যান্যদের সমন্বয়ে নিরাপত্তার কাজ করবে।

আন্তর্জাতিক