দুদকের মহাপরিচালক প্রত্যাহার: ১৩ অতিরিক্ত ও যুগ্মসচিবের দফতর বদল

দুদকের মহাপরিচালক প্রত্যাহার: ১৩ অতিরিক্ত ও যুগ্মসচিবের দফতর বদল

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক খন্দকার আমিনুর রহমানকে প্রত্যাহার করে যুগ্ম সচিব পদে পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসনের ২ অতিরিক্ত সচিব ও ১১ যুগ্ম-সচিবের দফতর বদল করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

অতিরিক্ত সচিবদের মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান পদে কর্মরত মো. ফরহাদ উদ্দিনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ওএসডি অতিরিক্ত সচিব এমএ হান্নানকে সংযুক্ত করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক পদে বদলির আদেশ পাওয়া ওএসডি যুগ্ম-সচিব সাজ্জাদুল হাসানকে সড়ক বিভাগে এবং ওএসডি যুগ্ম-সচিব হারুনুর রশিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক পদে বদলির আদেশ পাওয়া ওএসডি যুগ্ম-সচিব ড. অরুণা বিশ্বাসকে বিসিকের পরিচালক, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার রফিকুল ইসলামকে বেসরকারি শিক্ষা নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব কাজী রওশন আক্তারকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, ওএসডি যুগ্ম-সচিব আব্দুস সামাদকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

ওএসডি যুগ্ম-সচিব তাজুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এবং রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আক্তারুজ্জামান খান কবিরকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. গাউসকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব পদে প্রেষণে নিয়োজিত যুগ্ম-সচিব শেখ আব্দুল আহাদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ