বিমানকে লাভজনক করাই আমার লক্ষ্য : এমডি নাসির

বিমানকে লাভজনক করাই আমার লক্ষ্য : এমডি নাসির

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন শেখ নাসিরউদ্দিন আহমেদ।

সদ্য পদত্যাগী ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। রোববার বিকেলে বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার স্বাক্ষরিত এক চিঠিতে ক্যাপ্টেন নাসিরউদ্দিনকে নতুন পদে নিয়োগ দেওয়া হয়।

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ বাংলানিউজের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় নতুন দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘আমি বিমানেরই লোক। দীর্ঘ ৩৪ বছর বিমানের জন্য কাজ করেছি। তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসা অন্যরকম। আগামীতে বিমানকে একটি লাভজনক এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করাই আমার লক্ষ্য।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ রোববার এ নিয়োগ চূড়ান্ত করেন। এরআগে তিনি জাকীউল ইসলামের পদত্যাগপত্র গ্রহন করেন।

ক্যাপ্টেন নাসিরউদ্দিন বর্তমানে বিমানের পরিচালক (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী বুধবার তিনি নতুন দায়িত্ব নেবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পরপরই তার সহকর্মীরা মোবাইল ফোনে, স্বশরীরে, মোবাইল ম্যাসেজের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

১৯৭৮ সালে তিনি এফ-২৭’র ফার্স্ট অফিসার হিসেবে বিমানে যোগ দেন। এরপর এফ-২৭’র ক্যাপ্টেন, বোয়িং ৭০৭ ও ডিসি-১০ ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দায়িত্ব পালন করেন এয়ারবাসের ক্যাপ্টেন, ডিসি-১০ ক্যাপ্টেন হিসেবেও। সর্বশেষ তিনি বোয়িং ৭৭৭-৩০০ ইআর’র গ্রাউন্ড ও সিমুলেটর ট্রেনিং সম্পন্ন করেন।

বিমানে ৩৪ বছরের কর্মজীবনে তিনি বিমানের ফ্লাইট অপারেশন পরিচালক,  এয়ারবাস ও ডিসি-১০ এর উড্ডয়ন প্রশিক্ষক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গত শনিবার জাকীউল ইসলাম বিমানের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইস্তফা দেন। এরপর ক্যাপ্টেন নাসিরউদ্দিন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ চ‍ূড়ান্ত হয়ে যায়। বাকি ছিল শুধু প্রক্রিয়া।

নাসিরউদ্দিন আহমেদের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ নিয়ে বিমানে অনেক আলোচনা চলছিল- কে হচ্ছেন বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক। রোববার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্যাপ্টেন নাসিরকে নিয়োগ দেওয়া হয়।

অর্থ বাণিজ্য