জাতির সামনে ৪ চ্যালেঞ্জ

জাতির সামনে ৪ চ্যালেঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতির সামনে চারটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে একটি কমিউনিটি সেন্টারে টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি চার চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কেন্দ্র করে জাতির সামনে চারটি চ্যালেঞ্জ। (এক) যথাসময়ে নির্বাচন। (দুই) বিএনপি-জামায়াত-জঙ্গিদের নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত নস্যাৎ করা। (তিন) শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং (চার) রাজাকার-জঙ্গি-জামায়াত ও তাদের দোসরদের ক্ষমতার বাইরে রাখা।’

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়া একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। কিন্তু গণতন্ত্রে ষড়যন্ত্রের রাজনীতির কোনো স্থান নেই।’

মন্ত্রী তার বক্তৃতায় গণমাধ্যমে ক্যামেরা জার্নালিস্টদের ভূমিকার প্রশংসা করে বলেন, ক্যামেরা জার্নালিস্টদেরকে  সব সুযোগ-সুবিধা প্রদান ও ওয়েজ বোর্ডে  অন্তর্ভুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

টিসিএ সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জেমস শুভেচ্ছা বক্তব্য দেন।

রাজনীতি