বেবী- ইন্দিরা- হাসিনা- টিনু ও বাপ্পী নতুন ৫ নারী সাংসদ

বেবী- ইন্দিরা- হাসিনা- টিনু ও বাপ্পী নতুন ৫ নারী সাংসদ

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নতুন ৫ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মান্নান, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিনু খান ও যুব মহিলা লীগ নেত্রী অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী।

শনিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রার্থীদের সমষ্ঠিগতভাবে সাক্ষাতকার গ্রহণ করেন। ৫টি আসনের জন্য ১৭৬ জন নারী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

পরে প্রধানমন্ত্রী দলের সংসদীয় বোর্ডের সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

বৈঠক সূত্র মনোনয়নের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

সাক্ষাতকার নেয়ার সময় প্রধানমন্ত্রী মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি। মাত্র পাঁচটি আসনের জন্য ১৮০ জন আবেদন করেছেন। এটা দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে আগামীতে সমানে সমান নারী-পুরুষ (৫০-৫০) সদস্য পাওয়া যাবে বলে আমি আশা করছি।’

তিনি বলেন, ‘নারীদের এই পাঁচ আসনের জন্য এতো সংখ্যক নারীর আগ্রহই প্রমাণ করে যে, আমরা নারী উন্নয়নে কাজ করছি। যার ফলে নারী জাগরণ সৃষ্টি হয়েছে।’

শেখ হাসিনা সবাইকে সংগঠনের জন্য কাজ করা ও সরকারে সফলতাগুলো মানুষের মধ্যে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা মনোনয়ন পেতে আগ্রহী, আবেদন করেছেন আপনারা প্রত্যেকেই যোগ্য ও দক্ষ। দলে আপনাদের অবদান রয়েছে। এদের ভেতর থেকে মনোনয়ন দেওয়া কঠিন কাজ। তবে যারা দলের রাজনীতিতে অবদান রেখেছেন ও বিভিন্ন দিক থেকে যোগ্য, বিশেষ করে, ওয়ান ইলেভেনের পর যারা মাঠে ছিলেন সার্বিক বিবেচনায় আমরা এ ধরনের পাঁচজনকে মনোনয়ন দেব।’

বাংলাদেশ শীর্ষ খবর