রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে লালবাগ থানাধীন ইসলামবাগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শারমিন, শিরিন ও তার মেয়ে আফরিন (৯)। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ পাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, সোমবার বেলা পৌনে ১১টার দিকে ইসলামবাগে নিজেদের বাসার সামনে দাঁড়িয়েছিলেন তারা। এ সময় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং বিদ্যুতের তার ছিঁড়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পৌনে ১২টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে লালবাগ জোনের ফায়ারসার্ভিস কর্মকর্তারা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণে নয়, বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।