বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী ‘গুম’র প্রতিবাদে জয়পুরহাটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পালিত হয় রোববারের সকাল-সন্ধ্যা হরতাল।
উভয় দলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপে ১০ জন আহত হয়েছে।
হরতাল চলাকালে বিএনপির মিছিল থেকে সাহেদ ও সাদা নামে দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল থেকেই শহরে খণ্ড খণ্ড মিছিল করে বিএনপি।
জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান এমপির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিল সমাবেশ করার সময় জেলা যুবলীগের নেতারা লাঠি মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হয়।
পরে বিএনপি কর্মীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ কর্মীদের পাল্টা ধাওয়া করে এবং আওয়ামী লীগ অফিস ভাংচুরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি শান্ত করতে উভয় দলকে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, সকাল থেকেই হরতালে শহরে কোনো যানবাহন চলেনি। দোকানপাট বন্ধ থাকলেও অফিস ও ব্যাংক-বীমা চলছে ঢিলে তালে।
বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহরে ব্যাপক উত্তেজনা চলছে।
অন্যদিকে, জেলার আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলায়ও হরতাল পালিত হয়েছে।
আক্কেলপুরে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। হরতালে সকাল থেকেই শহরের দোকানপাট ও অফিস বন্ধ ছিল।