টিম আন্নার কেন্দ্রীয় কমিটিতে দ্বন্দ্বের লক্ষণ

টিম আন্নার কেন্দ্রীয় কমিটিতে দ্বন্দ্বের লক্ষণ

ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনের আইকোনে পরিণত হয়েছেন মহাত্মা গান্ধীর অনুসারী আন্না হাজারে। দুর্নীতি রোধে গান্ধীর অনুসরণে ইতোমধ্যে একাধিকবার অনশন করেছেন তিনি। সংবাদ মাধ্যমে ভাল কাভারেজ এবং জনসমর্থনও পেয়েছেন ব্যাপক।

তবে সম্প্রতি তার নেতৃত্বে গঠিত দুর্নীতি বিরোধী গ্রুপ টিম আন্নার মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেখা যাচ্ছে। রোববার গ্রুপের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এক প্রকার স্পষ্ট হয়ে গেলো। এদিন নয়দাতে অনুষ্ঠিত বৈঠক থেকে বের হয়ে যান মুফতি শামুন কাশমি।

বৈঠক থেকে বের হয়ে যাওয়ার ঘটনায় অনেকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা বললেও সঠিক কারণ এখনো অস্পষ্ট।

ওয়াক আউট করার পর কাশমি সাংবাদিকদের বলেছেন, ‘আমার কথায় কান দেওয়া হচ্ছে না। সুতরাং ওয়াক আউট করার এটাই সঠিক সময় বলে মনে হয়েছে।’

টিম আন্নার অন্য সদস্যরা অবশ্য এ ব্যাপারে বলছে, কাশমির ওয়াক আউট করার কারণ ভিন্ন। বৈঠক চলাকালীন কাশমিকে সবার কথাবার্তা রেকর্ড করতে দেখা গেছে। টিম সদস্যরা মনে করে, তিনি সঠিক কাজ করেননি।

তারা জানান, কাশমির মোবাইল ফোনে বৈঠকের তিনটি রেকর্ড পাওয়া গেছে। এরপর তাকে বৈঠক থেকে বের হয়ে যেতে বলা হয় এবং আগামী কয়েকটি বৈঠকে যোগ না দিতে বলা হয়েছে।

এতে করে তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল সদস্যরা। কারণ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে অনেকটা বিরক্ত টিম আন্না সদস্যরা।

গান্ধীবাদী এই আন্দোলন যোগ গুরু বাবা রামদেবের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে এ কারণে টিমের অনেক সদস্য নাখোশ- এমন খবর প্রকাশের পর রোববার নয়দাতে বৈঠকটির আয়োজন করা হয়।

উল্লেখ্য, টিম আন্না আগামী ৩ জুন রাজধানী নয়াদিল্লিতে বাবা রামদেবের গ্রুপের সঙ্গে দুর্নীতি বিরোধী র‌্যালি করার পরিকল্পনা করেছে।

আন্তর্জাতিক