সকল প্রতিবাদ অগ্রাহ্য করে বাহরাইনে শুরু ফর্মুলা ওয়ান

সকল প্রতিবাদ অগ্রাহ্য করে বাহরাইনে শুরু ফর্মুলা ওয়ান

প্রতিবাদকারীদের সকল বাধা ও প্রতিরোধ উপেক্ষা করেই রোববার বাহরাইনে শুরু হয়েছে বিতর্কিত ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাহরাইনের শাসকগোষ্ঠী। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড এবং সাজোয়া যানবাহী সশস্ত্র পুলিশ।

পুলিশী নির্যাতনে এক প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনায় শনিবার নতুন করে বিক্ষোভ হয় বাহরাইনে। হাজার হাজার প্রতিবাদকারী রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানায়। তবে প্রতিবাদকারীদের দাবির প্রতি কর্ণপাত করছে না সরকার। তারা যে কোন মূল্যে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে রাজধানী মানামার পশ্চিমে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে বলে। বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে পুলিশ রেসিং সার্কিট অভিমুখী প্রতিটি রাস্তায় তল্লাশি চৌঁকি বসিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

সরকার বিরোধী বিক্ষোভের মুখে অবশেষে শাসন পদ্ধতিতে সংস্কারের আশ্বাস দিয়েছেন বাহরাইনের শাসক শেখ হামাদ আল খলিফা। শনিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরপরই তিনি এই আশ্বাস দিলেন। এদিকে বাহরাইন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বিক্ষোভকারীদের প্রতি নমনীয় আচরণ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ভুক্ত বিক্ষোভকারীরা দীর্ঘ প্রায় এক বছর ধরে সুন্নি বংশোদ্ভুত আল খলিফা রাজপরিবারের শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। গত বছরও বিক্ষোভের মুখে বাহরাইনে গ্রান্ড প্রি প্রতিযোগিতা বাতিল করা হয়। সে সময় সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৩৫ জন প্রতিবাদকারী নিহত হয়েছিলো।

আন্তর্জাতিক