লন্ডনের গ্রেনফেল টাওয়ারের নিখোঁজদের কেউ বেঁচে নেই

লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের কাউকে আর হয়তো চেনা যাবে না বলে জানিয়েছিল পুলিশ। এখন পর্যন্ত নিখোঁজ থাকা ব্যক্তিদেরসহ ৫৮ জনকে আর জীবিত দেখা যাবে না। কারণ তাদের কেউ যে আর বেঁচে নেই। শনিবার লন্ডন পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এই ৫৮ জনের মধ্যে নিহত ৩০ জনও রয়েছেন। এতে করে মোট ৫৮ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আর বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারাভিযান শেষ হতে আরও কয়েক সপ্তাহ লাগার কথা জানিয়েছে পুলিশ।

৭০ জন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে শুক্রবার উদ্ধারাভিযান স্থগিত রেখে পুনরায় তা শুরু হয়েছে।

ভবনে অগ্নিকাণ্ড নিয়ে এখন লন্ডনে উত্তেজনা বিরাজ করছে। এই দুর্ঘটনা কীভাবে হল, সেটাই এখন বড় প্রশ্ন। ভবন নির্মাণে দুর্নীতিরও অভিযোগ উঠছে। বিল্ডিংকোড না মানার কথাও বলা হচ্ছে।

এরকম পরিস্থিতির মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জনতার সঙ্গে কথা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

আন্তর্জাতিক