যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, পড়ালেখার পাশপাশি খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। এর ফলে তারা বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে।
এ জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থবরাদ্দ দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রকৃত শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
আজ সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্রীড়া ক্লাবের অনুকুলে অনুদানের আর্থিক চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নতুন প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি দেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবর রহমান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, সহকারি কমিশনার দিপক কুমার দেব শর্মা প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া সমগ্রী ক্রয় বাবাদ অনুদানের এ চেক দেয়া হয়েছে। অনুষ্ঠানে ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রত্যেককে সর্বনিম্ম ১০ হাজার এবং সর্বাচ্চ ৭০ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।