লন্ডনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশের পশ্চিমাঞ্চলীয় লাটিমের রোডে ২৭ তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টে স্থানীয় সময় বুধবার সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এবং দমকল বাহিনীর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
দমকল বাহিনী জানিয়েছে, বহুতল ভবনটিতে আগুন লাগার পরপরই সেখানেই পৌঁছেছে দমকল বাহিনীর ৪০টি গাড়ি এবং ২শ দমকলকর্মী। গ্রেনফেল নামের ওই বহুতল ভবনটিতে রয়েছে মোট ১২০টি ফ্ল্যাট।
দমকল বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে, ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ২৭ তলা ভবনে ছড়িয়ে পড়ে।
আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওই ভবনের দুই বাসিন্দা তীব্র ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।