খায়রুল কবির খোকনের মুক্তিতে বাধা নেই

খায়রুল কবির খোকনের মুক্তিতে বাধা নেই

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ঢাকা ও নরসিংদীতে দায়ের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত ‘নো অর্ডার‘ আদেশ দেন।

আদালতে আজ খোকনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

পরে সগীর হোসেন লিয়ন বলেন, ৫ মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আদালত। ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।এ আদেশের ফলে এখন তার জামিনে মুক্তিতে বাধা নেই।

উল্লেখ্য ২০১৫ সালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর পল্টন, গুলশান, কাফরুল এবং নরসিংদীতে একধিক মামলা করে পুলিশ। এসব মামলায় গত ৪ মে ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

আইন আদালত