যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘গঠনমূলক সমালোচনা করার অধিকার আপনাদের রয়েছে। বুঝে-শুনে সমালোচনা করুন।’
তিনি বলেন, ‘সমুদ্রসীমা জয়ে সংসদে বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে ধন্যবাদ দিয়ে আবার তা ফিরিয়ে নেওয়া হয়েছে। ধন্যবাদ দিয়ে আবার তা ফিরিয়ে নেবেন না। এ রাজনীতির চর্চা থেকে বের হয়ে আসুন। শেখ হাসিনাকে ছোট করতে গিয়ে দেশ ও জাতিকে ছোট করবেন না। দেশ ও জাতি ছোট হলে আপনারাও ছোট হবেন।’
তিনি আরও বলেন, ‘সরকারের বিরুদ্ধে যতই অপপ্রচার করেন না কেন, আপনারা সফল হবেন না। আওয়ামী লীগ বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না।’
৩ দিনের নোয়াখালী সফরের শেষদিনে নিজ নির্বাচনী এলাকা কবিরহাট এলাকার নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়ির মাঠে শনিবার সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অতীতে রেলওয়েতে প্রচুর দুর্নীতি হয়েছে। রেলওয়ে একটি লাভজনক প্রতিষ্ঠান। লাভজনক এ প্রতিষ্ঠানটি লোকসান গুনছে। রেলওয়ের ঝাড়ুদার থেকে শুরু করে সব বিভাগে লোক নিয়োগের সময় বড় ধরনের দুর্নীতি হয়েছে। দায়িত্বে থাকা অবস্থায় আমি সব দুর্নীতি খতিয়ে দেখবো। রেলওয়ের হাজার হাজার একর সম্পত্তি বেহাত হয়ে গেছে। এ সব সম্পত্তি উদ্ধার করতে হবে।’
রেলমন্ত্রী বলেন, ‘লাকসাম থেকে সোনাপুর পর্যন্ত ২৪টি রেলওয়ে স্টেশনের ২৪ জন মাস্টারের পদের মধ্যে ১৬টিই শূন্য। এ পদগুলো অবিলম্বে পূরণ করা হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজ উল্যাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নোয়াখালী-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনাম সেলিম, কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।
ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলীয় শৃঙ্খলা বজায় রাখুন, আচার-আচরণ ঠিক রাখুন, না হলে মানুষ এর জবাব দিয়ে দেবে। দলের ভাবমূর্তি যেন ক্ষুণœ না হয়, সেদিকে লক্ষ রাখুন। কোনো নেতার প্রতি অতি দরদী হবেন না। অতিদরদী হয়ে যারা একের কথা অন্যের কাছে বলেন, সেই সত্য একদিন ঠিকই বের হয়ে আসে।’