সংযোজন-বিয়োজন এনে যুগোপযোগী করা হয়েছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক পুরনো আইনটি বাংলায় রুপান্তর করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭’র খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইনটি যুগোপযোগী করে বাংলায় রুপান্তর করা হয়েছে। এ ছাড়া নতুন করে ৪টি ধারা সংযোজন করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন করে ধারা ৮-এ বোর্ডের কার্যাবলি, ধারা ১৭ -ফি নির্ধারণ, ধারা ২২- বাংলা আইনটির ইংরেজিতে অনুবাদ করা, ধারা ২৩-এ রহিত ও হেফাজত সংযোজন করা হয়েছে। পুরনো আইনে এ ৪টি ধারা ছিল না।
জানা গেছে, বোর্ড ইনস্টিটিউট কার্যক্রম পরিচালনা ও সরকারের নির্দেশনা পরিপালন করবে। এ ছাড়া ধারা ১২ অনুযায়ী নিযুক্ত কোনো বিজ্ঞানী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান করলে তার ফি বোর্ড নির্ধারণ করবে।