প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত অতিথি হিসেবে ২০১২ সালের জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে (ডব্লিউআইএফ) প্রথম স্থান জয়ীর হাতে পদক তুলে দিয়েছেন। বিনিয়োগ ও কর্মস্থান এবং দক্ষতা উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পাঁচটি সংস্থাকে এদিন পদক দেওয়া হয়েছে।
কাতারের রাজধানী দোহার ওয়েস্ট বের সেইন্ট রেজিস হোটেলে শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে এ অনুষ্ঠান হয়।
চলতি বছরের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের প্রথমস্থান জয়ী মাল্টা এন্টারপ্রাইজ অব মাল্টার নাম ঘোষণা করেন এবং পদক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানান।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আরজা কারিনা হ্যালোনেন অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবেক, নাইজারের প্রেসিডেন্ট ইসোনফু মাহামাদৌ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট মনসেফ মারজৌকি এবং মোজাম্বিকের জোয়াকিম চিসানো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
থাবো এমবেকি দ্বিতীয় স্থান অধিকারী মেক্সিকোর প্রোমেক্স গ্রুপের নাম ঘোষণা করে তাদের হাতে পদক তুলে দেন।
আরজা কারিনা হ্যালোনেন তৃতীয় পদকজয়ী চীনের হাইদান ইনভেস্টমেন্ট প্রমোশন ব্যুরো অব চায়নার নাম ঘোষণা করে পদক তুলে দেন।
সুজারল্যান্ডের ইনভেস্টমেন্ট প্রমোশন অথোরিটি ও গ্রানাডা ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট করপোরেশন যৌথভাবে রানার-আপ পদক লাভ করে।
কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমেদ বিন আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন। আঙ্কটাডের মহাসচিব সুপাচাই পানিচপাকদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পদক বিতরণ অনুষ্ঠানের শেষে কাতারের ন্যাশনাল অপেরেত্তা অব কাতার একটি নাটক মঞ্চায়ন করে।
উল্লেখ্য, জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের জন্য চারদিনের সরকারি সফরে শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী কাতার পৌঁছেন।
আঙ্কটাড ১৩ আয়োজক কমিটির প্রধান ও কাতারের বাণিজ্য উপমন্ত্রী সৌদ আল জাফর এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনটি খুদে বালিকা ফুল উপহার দেয়।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে দোহার ফোর সিজন্স হোটেলে নিয়ে যাওয়া হয়। এ সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।
শনিবার কাতারের রাজধানী দোহায় ছয় দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এদিনই সম্মেলনে ভাষণ দেবেন।
কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘উন্নয়নকেন্দ্রিক বিশ্বায়ন : সার্বিক ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন।’
কাতারে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ‘কীভাবে বিনিয়োগকেন্দ্রিক টেকসই উন্নয়ন করা যায়’ এবং নারী উন্নয়ন সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ইনভেস্টমেন্ট সম্মেলনে’ও যোগ দেবেন।
তিনি দোহার ডিপ্ল্যাম্যাটিক ক্লাবে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনায়ও যোগ দেবেন।
এছাড়া শেখ হাসিনা বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল স্কুল ও কলেজ পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর আগামী ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।