তীব্র দাবদাহের পর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার কিছু সময় আগে রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। এছাড়া সন্ধ্যার পর কিছু কিছু স্থানে শিলাবৃষ্টিও হয়।
এর আগে বৈশাখের তপ্ত দিন শেষে শনিবার শেষ বিকেলের টানা বৃষ্টিতে ভেসে যায় নগরী।
আবহাওয়া অধিদফতরের দায়িত্বরত আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক রাত এগারোটায় বাংলানিউজকে জানান, ঢাকায় রাত নয়টা পর্যন্ত ২৯ মিলিমিটার (মিমি) বৃষ্টিপাত হয়েছে।
গোধূলিলগ্নে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টিপাত। চলমান তাপপ্রবাহের মধ্যে এই বৃষ্টিতে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে শীতল পরশ।
শেষ বিকেলের টানা দেড় ঘণ্টার বৃষ্টি ঘরে ফেরা মানুষকে আরো নাকাল করে।
এমনিতেই হরতালের আগের বিকেল বলে নগরীতে বাসসহ সাধারণ মানুষের তুলনায় যানবাহন তেমন ছিল না বললেই চলে।
আবহাওয়া অধিদফতর জানায়, বৈশাখের এই সময়টাতে বজ্রসহ কালবৈশাখীর সম্ভাবনা থেকেই যায়। বিকেলের পর থেকে সন্ধ্যার কিছু সময় পর পর্যন্ত এ সময়কার ঝড়কে কালবৈশাখী বলা হয় বলেও আবহাওয়া অফিস জানায়।
এছাড়া দেশের অন্যান্য স্থানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।