চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে যোগ দিতে ডিসিসিআই প্রতিনিধিদলের কুনমিং যাত্রা

চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে যোগ দিতে ডিসিসিআই প্রতিনিধিদলের কুনমিং যাত্রা

চায়না কাউন্সিল ফর দি প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এর আমন্ত্রণে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিতব্য ১২তম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে অংশ নিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সহ-সভাপতি হোসেন এ সিকদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল গতকাল ঢাকা ত্যাগ করেছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-ডিসিসিআই প্রাক্তন সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, সদস্য মোঃ বেলাল হোসেন,পারভেজ আহমেদ, মাহমুদ হাসান এবং ড. খলিলুর রহমান।
বাণিজ্য প্রতিনিধিদলের নেতা হোসেন এ সিকদার ১২তম চায়না সাউথ-এশিয়া বিজনেস ফোরামের ‘যুব সাব ফোরামঃযুব বিশ্বায়ন এবং ভবিষ্যতের উদ্ভাবন’বিষয়ক সেশনে বক্তব্য রাখবেন এবং চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানাবেন।
দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ এবং চীনের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে ডিসিসিআই প্রতি বছর এই ফোরামে অংশগ্রহণ করে আসছে।

অর্থ বাণিজ্য