সাকিব-মাহমুদউল্লাহদের রাষ্ট্রপতির অভিনন্দন

সাকিব-মাহমুদউল্লাহদের রাষ্ট্রপতির অভিনন্দন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার রাতে রাষ্ট্রপতি কার্যালয়ের উপ-প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব ও মাহমুদউল্লাহর রেকর্ড ২২৪ রানের জুটিতে দুই ওভার চার বল হাতে রেখেই নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও সেরা।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে খেলার আশা টিকে রইল। পয়েন্ট টেবিলে ৩ নিয়ে বাংলাদেশ এখন গ্রুপ পর্বে দুই নম্বরে অবস্থান করলেও শনিবার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলা রয়েছে। ওই ম্যাচে অস্ট্রেলিয়া হারলে তবেই সেমিনাল নিশ্চিত বাংলাদেশের।

বাংলাদেশ শীর্ষ খবর