বেসরকারি খাতে ৪৪৮ মিলিয়ন ডলারের (৪৪ কোটি ৮০ লাখ টাকা) বিদেশি ঋণ অনুমোদন করেছে এসংক্রান্ত বাছাই কমিটি।
বৃহস্পতিবার কমিটির ৬৩তম বৈঠকে এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এতথ্য জানা গেছে।
অনুমোদিত ঋণের কার্যকর সুদের হার ৪ দশমিক ৯০ শতাংশ। ঋণের মেয়াদকাল ছয় মাস।
অনুমোদিত বিদেশি ঋণের মধ্যে সবচেয়ে বেশি ৩৬০ মিলিয়ন (৩৬ কোটি) ডলার পেয়েছে বেসরকারি খাতের বেক্সিমকো লিমিডেট। জেএমএস হোল্ডিং লিমিটেড পেয়েছে ১৫ মিলিয়ন (এক কোটি ৫০ লাখ) ডলার, কালার সিটি লিমিটেড ২০ মিলিয়ন (দুই কোটি) ডলার, নেসলে বাংলাদেশ লিমিটেড ১৭ মিলিয়ন (এক কোটি ৭০ লাখ) ডলার, কনফিডেন্স সল্ট লিমিটেড ৫ দশমিক ৩ মিলিয়ন (৫৩ লাখ) ডলার, ক্রাউন পলিমার লিমিটেড পেয়েছে ৩ দশমিক ৬ মিলিয়ন (৩৬ লাখ) ডলার। এছাড়া ১৫ মিলিয়ন (এক কোটি ৫০ লাখ) ডলারের নাটোর এগ্রো লিমিটেড।
কমিটির বৈঠকে বাংলালায়নের ৯ দশমিক ৪৬ মিলিয়ন এবং এনার্জি প্রাইমা লিমিটেডের ৪ দশমিক ১ মিলিয়ন ডলারের দুটি পেমেন্ট প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, বেসরকারি খাতের আরও বিদেশি ঋণ অনুমোদনের অপেক্ষায় আছে। যেগুলো শিগগিরি অনুমোদন দেওয়ার জন্য বিবেচনা করা যেতে পারে।
এদিকে, গত বছরের জুলাই মাসে ৫৯৮ মিলিয়ন ডলারের বিদেশি ঋণ অনুমোদন করে ঐ কমিটি। বৈঠকে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন, এ পর্যন্ত গত কয়েক মাসে প্রায় ১০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ আনতে সক্ষম হয়েছে।