নেপালের রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নেপালের রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি বর্তমানে নেপাল সফর করছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়াও তিনি নেপালের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রি’র সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।

গত ৬ জুন ৫ দিনের একটি সরকারি সফরে নেপাল যান সেনাপ্রধান। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান নেপালের আর্মি প্যাভিলিয়ন এবং প্রয়াত সমর নায়কদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাপ্রধান নেপালের সেনাসদরে পৌঁছালে নেপাল সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এছাড়াও সফরকালে তিনি নেপালের বিভিন্ন সেনানিবাসসহ বেশ কিছু সামরিক-অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ