গত মাসে চীনা বাহিনীর হাতে আটক হওয়া ২১ ভিয়েতনামি জেলেকে ছেড়ে দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় মাছ ধরার সময় এই জেলেদের আটক করে চীনা কর্তৃপক্ষ।
আটক হওয়া ভিয়েতনামি জেলেরা দক্ষিণ চীন সাগরে অবস্থিত পারাসেল দ্বীপপুঞ্জের আশেপাশে অবৈধভাবে মাছ শিকার করছিলো বলে দাবি করে চীন।
তবে ভিয়েতনাম চীনের অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, জেলেরা ভিয়েতনামের জলসীমাতেই মাছ ধরছিলো। দক্ষিণ চীন সাগরকে ঘিরে ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে চলমান সঙ্কটের মধ্যে জেলে আটকের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
আটক জেলেদের শুক্রবার লিখিত মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বলে জানায় চীনের সংবাদ সংস্থা সিনহুয়া। মুচলেকায় চীনের জলসীমায় অবৈধভাবে প্রবেশ না করার অঙ্গীকার নেওয়া হয় জেলেদের কাছ থেকে।
জেলে নৌকাগুলোতে অবৈধ বিস্ফোরক ছিলো বলে এর আগে দাবি করে।এই বিস্ফোরকের সাহায্যে সাগরের পানিতে বিস্ফোরণ ঘটিয়ে ভিয়েতনামিরা অবৈধভাবে মাছ শিকার করতো বলে জানিয়েছে তারা।
গত ৩ মার্চ চীন জেলেদের এই জেলেদের আটক করে। ভিয়েতনাম তাৎক্ষণিকভাবে এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জেলেদের শর্তহীন মুক্তি দাবি করে।
দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপের মালিকানা দাবিকে কেন্দ্র করে উভয় দেশ দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে লিপ্ত । ক্ষুদ্র ক্ষুদ্র দীপের সমষ্টি পারাসেল দ্বীপপুঞ্জকে চীন ১৯৭৪ সালে এক সংক্ষিপ্ত লড়াইয়ের পর দখল করে নেয়।সেই থেকে এই এলাকাটি চীনের দখলে রয়েছে।