সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি সংস্থা ও বিভাগগুলোতে উত্থাপিত অডিট আপত্তি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য অডিট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারি ব্যয় পর্যবেক্ষণের গুরুত্বও ক্রমাগত বাড়ছে।
বৈঠককালে মাসুদ আহমেদ অডিট রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় অডিট আপত্তি নিষ্পত্তির হার বৃদ্ধি পেয়েছে।