কলম্বিয়ার কার্তাজেনায় সংঘটিত যৌন কেলেঙ্কারিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের আরো তিন এজেন্ট পদত্যাগ করেছেন।
সিক্রেট সার্ভিস এজেন্সির সহকারী পরিচালক পল মরিসেই শুক্রবার এক বিবৃতিতে এই তিন এজেন্টের পদত্যাগের খবর জানান। অসদাচরণের দায়ে অভিযুক্ত এক কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এসময় জানান তিনি।
সিক্রেট সার্ভিস এই কেলেঙ্কারির রহস্য উদঘাটনে সব ধরণের তদন্ত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে একটি স্বচ্ছ এবং পূর্নাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সুরক্ষার জন্য নিয়োজিত মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে অবৈধ পতিতা সংসর্গের অভিযোগ ওঠে। ওবামার কলম্বিয়া সফরের সময় ওই সিক্রেট সার্ভিস এজেন্টরা হোটেল কক্ষে পতিতা নিয়ে প্রবেশ করে বলে জানা যায়। বারাক ওবামা ওরগানাইজেশন অব আমেরিকা বা ওএএস রাষ্ট্রসমূহের একটি সম্মেলনে অংশ নিতে কলম্বিয়ার ক্যারিবীয় পর্যটন শহর কার্তাজেনা সফরে যান।
এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছয়জন সিক্রেট সার্ভিস এজেন্ট চাকরি হারিয়েছে। এর পাশাপাশি এজেন্সীর ১১ সদস্যের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশে বিদেশে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কূটনৈতিক ভাবে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে।
এদিকে যৌন কেলেঙ্কারির ব্যাপারে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করতে সিক্রেট সার্ভিসের পরিচালক মার্ক সুলিভান শুক্রবার ওভাল অফিসে বারাক ওবামার সামনে উপস্থিত হন বলে জানায় মার্কিন কর্মকর্তারা।
অভিযুক্ত সিক্রেট সার্ভিসের সদস্যরা সবাই যুক্তরাষ্ট্রের সেনা, নৌ ও বিমান বাহিনীর। ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনীর একজন কর্নেল পদমর্যাদার কমকর্তা কেলেঙ্কারির ঘটনায় সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে কলম্বিয়া গেছেন। এ সপ্তাহের শেষ নাগাদ তিনি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।