শাবি’র শিবির নেতা আটক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের শাহপরাণ হল সভাপতি মুহিবুল্লাহকে আটক করেছে র‌্যাব-৯।

এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে র‌্যাব-৯ এর একটি দল বিশ্ববিদ্যালয়ের পাশে ধামালিপাড়া এলাকার বনলতা মেসে অভিযান চালিয়ে মুহিবুল্লাহকে আটক করে।

পরে তাকে র‌্যাব দফতরে নিয়ে যাওয়া হয়।

আটককৃত শিবির নেতা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।
মুহিবুল্লাহ শিবিরের শাহপরাণ হল শাখার সভাপতি ও সংগঠনের পরামর্শ সভার সদস্য বলে জানা গেছে।
এ ব্যাপারে র‌্যাব-৯ সিলেট মিডিয়া উইং জানায়, শনিবার বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
শাবির প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, ‘মুহিবুল্লাহকে আটক করার খবর শুনেছি। তবে তাকে ঠিক কি কারণে আটক করা হয়েছে তা আমার জানা নেই।

রাজনীতি