পাসপোর্ট অফিসের ১৫ দালালকে গ্রেফতারের পর সাজা

পাসপোর্ট অফিসের ১৫ দালালকে গ্রেফতারের পর সাজা

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে অসাধু দালাল চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। পরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আযম তাদের সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড দেন।

সোমবার দুপুর থেকে র‍্যাবের এই অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তদের নাম ও সাজার মেয়াদ
স্বপন মিয়া ও মো. হেলালকে এক মাস; আসাদুল হুদা, মো. ওয়াহিদ হোসেন বাবু, শামীম সিকদার, মো. দেলোয়ার হোসেন, মো. আহাদ উল্লাহ, ইশতিয়াক ইসলাম ও রেজাউল ইসলামকে ১৫ দিন; মো. ফারুক সরকার ও মো. নাসির মোল্লাকে ১০ দিন; মো. কামাল হোসেন, শাহীন মোল্লা ও মোসা. নয়নতারাকে সাত দি

বাংলাদেশ