বাজেটে পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বাজেটে পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‌‘সব থেকে বড় বাজেট চার লক্ষ ২৬৬ কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। এত বড় বাজেট আর কখনও কেউ দেয়নি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাজেট পেশ করা হয়েছে পার্লামেন্টে আলোচনা হবে। হয়ত কারও কিছু সমস্যা থাকতে পারে। নিশ্চয় তা আমরা দেখব, সমাধান করব।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিসভায় অনুমোদিত এই বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে; নতুন অর্থবছর শুরুর আগে আগামী ২৯ জুন তা পাস হবে। ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক বাড়ানোসহ প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

Featured বাংলাদেশ শীর্ষ খবর