পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। রোববার সকাল সোয়া ৭টায় শাখারিয়া বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটভাই পাড়া গ্রামের পারভেজ ইসলাম পনি (৩০)। গুরুতর আহতরা হলেন, নিহতের বাবা সোহরাব সরদার (৭০), চাচাতো ভাই মনির (৩৩), চাচাতো ভাই জাফর (৩৫), স্ত্রী তাসলিমা (২৮) ও গাড়িচালক আলী আকবর। তাদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দির্ঘদিন যাবৎ নিহতের বাবা সোহরাব সরদার (৭০) অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত বেশী হওয়ায় তারা পটুয়াখালীতে অবস্থান করেন। পরে পটুয়াখালী থেকে সকালে বাড়ির উদ্দেশে রওনা দিলে শাখারিয়া বাসস্ট্যান্ড নামক এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিনা রহমান জানান, হাসপাতালে পারভেজকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।