‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন।
শুক্রবার সকালে বাংলা নববর্ষ-১৪১৯ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত পান্তা-ইলিশ উৎসব এবং বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক সরকার। জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ-জনতা এক সঙ্গে বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছে।’
রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সকাল থেকে দিনব্যাপী এই মেলার আয়োজন করে।
বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়া প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ‘আমরা তাকে খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছি। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই।’
তিনি বলেন, ‘পুলিশ কমিশনারসহ আমরা ইলিয়াস আলীর বাসায় গিয়েছিলাম এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি। এছাড়া বিএনপি নেতাকর্মীদেরও আশ্বস্ত করেছি।’
সাহারা বলেন, ‘থানা পুলিশ, ডিবি এবং র্যাব ইলিয়াস আলীর ঘটনা তদন্ত করছে। আমরা আশা করছি শিগগিরই তদন্তের সুফল পাবো।’
বিএনপির ডাকা আগামী রোববারের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘হরতাল তারা ডাকতেই পারে।’
কিন্তু পরীক্ষার দিনে হরতাল না করে তা প্রত্যাহারের জন্য তিনি অনুরোধ জানান।
বৈশাখী মেলা আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সরকার চায় পুলিশ হবে জনবান্ধব। জীবনের ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে মানুষকে নিরাপত্তা দেয়।’
সকাল সাড়ে ৮টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা।